preloader_image

Notice Details

  1. Home Notice Details

প্রশিক্ষণ বিজ্ঞপ্তির নোটিশ

By Abdul Kader Chowdhury | 12-Jan-2026
Download Notice

BPHCDA ও AACI (American Accreditation Commission International) এর যৌথ উদ্যোগে “Compliance Readiness, Quality and Patient Safety and Accreditation Readiness” বিষয়ক একটি তিনদিন ব্যাপী ( ১৭ -১৯ জানুয়ারী ২০২৬) প্রশিক্ষণ আয়োজন করতে যাচ্ছে।

এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হচ্ছে, প্রশিক্ষণে অংশগ্রহনকারী BPHCDA সদস্যভুক্ত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহকে Public-Private Partnership (PPP) প্রোগ্রামে অন্তর্ভুক্ত হওয়ার প্রাক যোগ্যতা অর্জনে এবং আন্তর্জাতিক Accreditation পাওয়ার জন্য উপযোগী করে গড়ে তোলা।

BPHCDA সদস্যভুক্ত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার সমূহ থেকে মনোনীতগন প্রশিক্ষণে অংশগ্রহন করতে পারবেন। উক্ত প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য নিজ নিজ প্রতিষ্ঠান থেকে মনোনয়ন দিয়ে আগামী ১৪ জানুয়ারী ২০২৬ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে BPHCDA কেন্দ্রীয় কার্যালয়কে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে । BPHCDA WhatsAPP Number 01339-768639

প্রশিক্ষণটি আগামী ১৭ -১৯ জানুয়ারী ২০২৬, সকাল ১১টা থেকে (লাঞ্চ ও নামাজ বিরতিসহ ) বিকাল ৪.০০ টা পর্যন্ত অনলাইনে (জুম) প্রদান করা হবে। ZOOM Link প্রশিক্ষণকালীন প্রতিদিন সকালে পাঠানো হবে। প্রশিক্ষণ সংশিষ্ট সকল যোগাযোগর জন্য অত্র কার্যালয়ের ম্যানেজার জনাব রাসেল আশরাফ (Mobile/ WhatsApp 01766-662900) এবং সহকারী ম্যানেজার জনাব আব্দুল কাদের চৌধুরী কে  ( Mobile WhatsApp 01926-233701) ফোন করা যেতে পারে।

প্রশিক্ষণের জন্য রেজিষ্ট্রেশন ফি ৫০০০/- (পাঁচ হাজার) মাত্র। 01926-233701 বিকাশ পারসোনাল নম্বরে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে আগামী ১৪ জানুয়ারী ২০২৬ বিকাল ৪.০০ ঘটিকার মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে ।

 

উল্লেখ্য যে, BPHCDA এবং AACI –এর যৌথ স্বাক্ষরে প্রশিক্ষণে অংশগ্রহনকারীদেরকে Certificate প্রদান করা হবে।

ধন্যবাদান্তে

ডা. মো: হারুন অর রশীদ
পরিচালক (প্রশিক্ষণ ও কমপ্লায়েন্স)
বিপিএইচসিডিএ

অনুলিপি:
১। সভাপতি/মহাসচিব, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি,বিপিএইচসিডিএ, ঢাকা।
২। প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বিপিএইচসিডিএ 
৩। অফিস কপি
 

Notices